ভিডিও কাণ্ডে গ্রেফতার এক, ‘অসম্মানজনক-অমানবিক’ ঘটনার নিন্দা মুখ্যমন্ত্রীর। এর মাঝেই প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন। তিনি বলেছেন, ‘মণিপুরে মহিলাদের ওপর যৌন নিপীড়নের যে ছবি ছড়িয়ে পড়েছে তা নিন্দনীয় ও বর্বরোচিত। নারী নির্যাতনের এই নৃশংস ঘটনার নিন্দারও কোন ভাষা নেই। হিংসার ঘটনার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হতে হচ্ছে মহিলা ও শিশুদের। মণিপুরে শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদের সকলকে এক কণ্ঠে হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। মণিপুরের পরিস্থিতি কেন চোখ বুজে বসে আছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী? এ ধরনের ছবি ও হিংসার ঘটনা কী তাদের নাড়া দেয় না’?
আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘মণিপুরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। এই ধরনের জঘন্য কাজ ভারতীয় সমাজে মেনে নেওয়া যায় না। মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে উঠছে। আমি প্রধানমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য আবেদন করছি। এই ঘটনার ভিডিওতে যে দোষীদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ভারতে এই ধরনের অপরাধীদের থাকার কোন জায়গা নেই’।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল চিঠি লিখে ঘটনায় দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল তিনটি দাবি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি মণিপুর সফরের অনুমতিও চেয়েছেন।
দুই মহিলাকে বিবস্ত্র করে যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে পড়ার পরই নিন্দার ঝড়। ভিডিও প্রসঙ্গে ইতিমধ্যেই সামনে এসেছে মোদীর প্রতিক্রিয়া। এর মাঝেই মণিপুরের এই ঘটনার একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, দোষীদের যাতে কড়া শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে এই ঘটনার তদন্ত চালাচ্ছে মণিপুর পুলিশ।