চাকরিপ্রার্থীদের জন্য ফের এল সুসংবাদ। এবার প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে কলকাতা পুরসভায়। পুরসভার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে এমনটাই। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, জেনে নেওয়া যাক একনজরে :
১) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) – ৬৭
২) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) – ১০
৩) অ্যাসিট্যান্ট অ্যানালিস্ট – ৫
৪) ডেপুটি অ্যানিলিস্ট (মাইক্রোবায়োলজি) – ২
৫) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – ১০
প্রসঙ্গত, আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ৪০ বছরের কম হতে হবে। বিভিন্ন পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা বেতন পাবেন আরওপিএ ২০১৯ এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী। আনরিসাভর্ড ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে, সঙ্গে প্রসেসিং চার্জ ৫০ টাকা, অর্থাৎ মোট ২০০ টাকা দিতে হবে। এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে। অন্যান্য রাজ্যের এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের জন্য ফি তে কোনও ছাড় নেই৷ আবেদন শুরু হবে এবছরের ৩১শে মার্চ থেকে। এবছরের ৩০শে এপ্রিলের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।