সুরাটের আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৯ সালে, রাহুল গান্ধী মোদী উপাধি নিয়ে কটাক্ষ করেছিলেন। ওই মামলায় আদালত রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় রায় দিয়েছে সুরাট আদালত। তথ্য অনুযায়ী, সাজার পরপরই রাহুল গান্ধী জামিনও পেয়েছেন। তিনি জামিনের আবেদন করেছেন। তবে সুরাট আদালত জামিন না দিলে রাহুল গান্ধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারতেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
রাহুল গান্ধীকে মানহানির মামলায় আদালত দোষী সাব্যস্ত করার পরে, সুরাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ বলেছেন যে রাহুল গান্ধীর বক্তব্যে কেবল সুরাটেই নয়, গুজরাতের পুরো ওবিসি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।
এর আগে, রাহুল গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা বলেছিলেন যে গত সপ্তাহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার আদালত উভয় পক্ষের যুক্তি শুনেছেন এবং রায় ঘোষণার জন্য ২৩ মার্চের তারিখ নির্ধারণ করেছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৯ এবং ৫০০ (মানহানি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে, রাহুল গান্ধী তার বক্তব্য রেকর্ড করতে সুরাট আদালতে হাজির হন।