অতিসম্প্রতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের নাম উজ্জ্বল করেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’। সেরা ডকুমেন্টারির (শর্ট সাবজেক্ট) শিরোপা পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। আর সেরা মৌলিক গানের জন্য পুরস্কৃত হয়েছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। এবার সংসদে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’ ছবি প্রদর্শনের বন্দোবস্ত করা হল। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি ছবির কলাকুশলীবৃন্দ।
প্রসঙ্গত, অনাথ এক হস্তিশাবকের কাহিনি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিলনাড়ুর দম্পতি বোম্মন আর বেল্লি যাঁকে উদ্ধার করে সন্তানস্নেহে বড় করে তোলেন। মানুষ ও পশুর এই সম্পর্কের কাহিনি বিশ্বের দরবারে তুলে ধরে অস্কার জয় পরিচালক কার্তিকী এবং প্রযোজক গুনিতের। বিশ্ব সিনেমার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানও। অস্কার জয়ে আপ্লুত টিম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’।
সংসদে ছবিদুটির প্রদর্শনের ব্যবস্থাপনায় রয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সংসদের অন্দরে সাংসদের অন্দরে বালাযোগী স্টেডিয়াম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘আরআরআর’ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে আগামী সপ্তাহে দেখানো হবে, তা মোটের উপর নিশ্চিত। জানা গিয়েছে, ছবি সম্প্রচারের সময় উপস্থিত থাকবেন ‘আরআরআর’ ছবির রাজামৌলির বাবা তথা রাজ্যসভার সাংসদ ভি বিজয়েন্দ্র প্রসাদ। প্রত্যেক সাংসদকেও আমন্ত্রণ জানানো হবে।