দুরন্ত প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন লিভারপুল সমর্থকরা। কিন্তু মহম্মদ সালাহদের স্বপ্ন অধরাই থেকে গেল। অ্যানফিল্ডের পর ঘরের মাঠেও লিভারপুলকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের লড়াইয়ে ১-০ গোলে জিতল কার্লো আনচেলোত্তির দল। ম্যাচের একমাত্র গোল করিম বেঞ্জেমার। সব মিলিয়ে ৬-২ জিতে কোয়ার্টার ফাইনালের পৌঁছে গেল রিয়াল। আরও একটি ট্রফি জেতার আশা শেষ হয়ে গেল লিভারপুলের।
ম্যাচের ৭৮ মিনিটে লিভারপুলের বক্সে ভিনিসিয়াস জুনিয়র নিখুঁত পাসে পা লাগিয়ে গোল করেন বেঞ্জেমা। বাকি সময়ে লিভারপুল আর সমতা ফেরাতে পারেনি। সালাহর পাশাপাশি ডারউইন নুনেজ, কোডি গাকপোকে রাখা সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি লিভারপুল। ম্যাচের পর বেঞ্জেমা বলেন, “প্রথম পর্বে ওই জয়ের পরেও এটা কঠিন ম্যাচ ছিল। প্রথম থেকেই আমরা শাসন করতে চেয়েছি। আশা করি সমর্থকরা আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছেন। আপাতত নজর রবিবারে।” সেদিন বার্সেলোনার ঘরের মাঠে কাম্প নু-তে এল ক্লাসিকো খেলতে নামবে রিয়াল।
উল্লেখ্য, এদিন ম্যাচের শেষে অনবদ্য এক দৃশ্যের সাক্ষী রইলেন দর্শকরা। রিয়ালের স্টেডিয়ামে বেজে উঠল ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গান। তাতে গলা মেলালেন দু’দলের সমর্থকরাই। এটি লিভারপুলের সমর্থকদের জনপ্রিয় গান। বিপক্ষকে হারালেও তাদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, এই গান বাজিয়ে সেই বার্তাই দিল রিয়াল।হঅন্য ম্যাচে, নাপোলি ৩-০ হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। দুই পর্ব মিলিয়ে ৫-০ জিতে শেষ আটের টিকিট পাকা করে ফেলল তারা।