মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূল্যবৃদ্ধির কোপে জর্জরিত দেশবাসী। আগুন-দাম ঘুম কেড়েছে আমজনতার। এবার এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম নিয়ে সংসদে ফের প্রতিবাদের ঝড় তুললেন বিরোধীরা। সম্প্রতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় আদানিকাণ্ড নিয়ে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। প্রসঙ্গত, আদানিকাণ্ড নিয়ে জেপিসির দাবি করছে বিরোধীরা। তাতে রাজি নয় মোদী সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় তা নিয়ে প্রত্যাশিত ভাবেই উত্তাল হয়েছে সংসদ।
উল্লেখ্য, সব মিলিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে স্বাভাবিক কাজকর্ম হয়নি। সাংসদদের চেঁচামেচি থামাতে দুই কক্ষের অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়। আদানিকাণ্ড নিয়ে জেপিসির দাবিতে সংসদের ঠিক বাইরে গান্ধী মূর্তির সামনে ধর্না দেন তৃণমূল সাংসদরা। হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গোষ্ঠীকে বাঁচাতে এসবিআই এবং এলআইসির টাকা ঢালা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যে স্টেট ব্যাঙ্ক এবং এলআইসিতে কোটি কোটি সাধারণ মানুষের অর্থ গচ্ছিত রয়েছে। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের টাকা লুট করাই মোদী সরকারের উদ্দেশ্য। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর রবিবার নয়াদিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে অবশ্য সব বিরোধী দলের সদস্যরা যাননি। তবে জগদীপ ধনকরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদীয় কমিটিতে তাঁর ব্যক্তিগত কর্মীদের নিয়োগ করার। এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বুধবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদরা এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম নিয়ে সংসদে বিক্ষোভ দেখান। মহাত্মা গান্ধী মূর্তির সামনে একজোট হন তাঁরা।