মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচুড়াতে শহীদ স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কারামন্ত্রী অখিল গিরি। গতকাল সকালে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে গেলে কোটি কোটি টাকা পাবেন না। বড়জোর ১০ হাজার টাকা পাবেন। আর শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে ৫০ কোটি টাকা পাবে।’
অখিলের অভিযোগ, ‘ওঁরা রাজনৈতিকভাবে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে৷ ১০০ দিনের প্রকল্প, মিড ডে মিল সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না৷ অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিচ্ছে৷’ তাঁর দাবি, ‘বিজেপি এমন করছে যেন তৃণমূলে সবাই চোর। আর সব সাধুর বাচ্চা বিজেপি!’
এরপরই মন্ত্রীর সংযোজন, ‘কর্ণাটকে বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে ৮ কোটি টাকা পাওয়া গেল। কর্ণাটক আদালত জামিন দিয়ে দিল। সেখানে সিবিআই যায় না। এখানে গুজগুজ করছে। আমার বাড়িতে ঢুকলে ১০-৫০ হাজার টাকা পাবে। আরে শুভেন্দু অধিকারীর বাড়িতে ঢুকলে ৫০ কোটি টাকা পাবে। সেখানে ঢুকবে না। বিজেপি করে তাই। তার ঘরে অনেক কোটি টাকা আছে, সেখানে যাবে না।’
এখানেই না থেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে সরাসরি চোর আখ্যা দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী৷ তাঁর দাবি, ‘সিবিআই, তো চোর! যারা তদন্ত করছে তারা চোরের বাবা। গুজরাতে ২৫ জন ব্যাঙ্ক থেকে টাকা চুরি করে পালিয়ে গেল৷ তা নিয়ে একটি শব্দও খরচ করছে না৷’ স্বাভাবিকভাবেই অখিলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে৷