কংগ্রেসের সঙ্গে আর নয়, এককভাবেই কেন্দ্রবিরোধী লড়াইতে নামছে তৃণমূল কংগ্রেস। তা সংসদের ভিতরে হোক বা বাইরে। ‘একলা চলো’ নীতি নিয়েছে তৃণমূল। আর মঙ্গলবার আদানি-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে গান্ধীমূর্তির নিচে ধর্ণায় বসলেন তৃণমূল সাংসদরা। রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, মৌসম বেনজির নুর, দোলা সেনরা।
দিনকয়েক আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে কারও সঙ্গে নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। কংগ্রেসের সমালোচনাও করেছিলেন কঠোর ভাষায়। এবার তারই প্রতিফলন দেখা যাচ্ছে সংসদে।
এসবিআই, এলআইসি-তে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের ভবিষ্যৎ কী, কেন্দ্র সরকার জবাব দিক – পোস্টারে এই দাবি তুলে ধরে অর্থাৎ এককথায় আদানি ইস্যুকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করল তৃণমূল।
সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিনেই সকালে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে আমন্ত্রণ পেলেও তৃণমূলের কেউই হাজির ছিলেন না। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, ‘বাংলায় কংগ্রেস যা করছে তারপরে সংসদে তাঁদের সঙ্গে তাল মেলানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেদের মতো কর্মসূচি পালন করব’।