মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে দিন দিন যেন অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ! এবার সেখানে জমিজমা নিয়ে ঝামেলার জেরে নিজের ৬২ বছর বয়সি বাবাকে হাতুড়ি দিয়ে মেরে খুন করল ছেলে! শুধু তাই নয়, বাবার দেহ টুকরো টুকরো করে কেটে একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে এল অন্য জায়গায়!
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তিওয়ারিপুর থানার সুরজ কুণ্ড এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ কুমার গুপ্তা ওরফে প্রিন্স। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা মুরলীধর গুপ্তার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল ৩০ বছর বয়সি প্রিন্সের। শনিবার রাতে প্রিন্স এবং মুরলীধর ছাড়া আর কেউ ছিলেন না বাড়িতে। সেই সময় ফের ঝামেলা শুরু হয় দুজনের মধ্যে। অশান্তির মধ্যেই রাগের মাথায় একটি হাতুড়ি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে প্রিন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের।
এরপর দাদা প্রশান্ত গুপ্তার ঘর থেকে একটি খালি স্যুটকেস নিয়ে আসে প্রিন্স। বাবার মৃতদেহ টুকরো করে কেটে সেই স্যুটকেসে ভরে সেটি বাড়ির পিছনে একটি রাস্তায় ঝোপের মধ্যে লুকিয়ে রেখে আসে সে। ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন প্রশান্ত গুপ্তা। তাঁর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই প্রৌঢ়ের দেহাংশ সমেত স্যুটকেসটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। দেহের টুকরোগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।