আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ৬ এপ্রিল অবধি। প্রতিবারের মতো এবারও বাজেট অধিবেশন দুই পর্বে হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এবারের বাজেট অধিবেশনে কেন্দ্রের লক্ষ্য অর্থ সংক্রান্ত একাধিক বিল পাশ করা। অন্যদিকে, বিরোধী দলগুলি আদানি ইস্যু থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে সরব হতে পারে।
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই রবিবার রাজ্যসভার চেয়ারম্য়ান জগদীপ ধনখড় সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কীভাবে বিনা বাধায় সংসদের অধিবেশন পরিচালন করা যায়, তা নিয়ে তাদের মতামত জানতে চান। কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রায় সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরাই এই বৈঠকে উপস্থিত থাকলেও গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস। অধিবেশনের আগেই বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। এবারের বাজেট অধিবেশনে রাজ্যের শাসক দলের কী অবস্থান হবে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
সূত্রের খবর, গতকালের বৈঠকে বিরোধী দলের নেতারা অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যে অপব্যবহার করা হচ্ছে, তা নিয়ে অভিযোগ তোলেন। সংসদীয় বিভিন্ন কমিটিতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের ব্য়ক্তিগত সচিবদের নিয়োগ করা নিয়েও সরব হন বিরোধী নেতারা।