চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলন করে কুণাল দাবি করেন, এসএসসির গ্রুপ সিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জনের চাকরি হয়েছে বিরোধী দলনেতার কথায়। নিঃসন্দেহে কুণালের এই দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকাও তুলে ধরা হয়েছে।
হাতে কয়েকটি তালিকা নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করতে বসেন কুণাল ঘোষ। কুণাল বলেন, ‘কোর্টের রায়ে গ্রুপ সির যে ক’জনের চাকরি চলে গিয়েছে, আমরা জানাচ্ছি, এর মধ্যে শুভেন্দু অধিকারী ১৫০ জনকে চাকরি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর নির্দেশে, তাঁর ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তারমধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে। আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে, তাদের মধ্যে এমন ৫৫ জন রয়েছেন, তারা শুভেন্দুর ১৫০-র তালিকার মধ্যে’।
কুণাল বলেন, ‘সর্বভারতীয় তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারীও এভাবে নিয়োগ প্রক্রিয়ায় শামিল ছিলেন। কাঁথি, খেজুরি, ভূপতিনগর, পটাশপুর, দেশপ্রাণ, রামনগর বিভিন্ন জায়গার প্রার্থীরা রয়েছেন। বিভিন্ন স্কুলের নামও রয়েছে আমার হাতে থাকা তালিকায়। সব আপনাদের দিয়ে দেব’।