পঞ্চায়েত নির্বাচনের আগেই দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ মার্চ কালীঘাটে হবে ওই বৈঠক। দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে সেই বৈঠকে। ওই বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
বৈঠকে সংখ্যালঘু ভোট সহ বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে সাংসদ, জেলা সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে তৃণমূল সূত্রের দাবি।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকশিবির। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এই নির্বাচনের আগে সাগরদিঘির ফল অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের। সাগরদিঘির পরাজয়কে পিছনে ফেলেই পঞ্চায়েত দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে কাল বিলম্ব করতে নারাজ রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।