কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশয়ে। তিনি বলেন, ‘মোদী একজন স্বৈর শাসক। তাঁর দল ও সরকার কিনা গণতন্ত্র রক্ষার কথা বলে!’
সোমবার বাজের অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। সভার শুরুতেই রাহুল গান্ধীর লন্ডন সফরের বক্তব্য নিয়ে রে রে করে ওঠেন বিজেপির সাংসদেরা। পাল্টা গলা চড়ান কংগ্রেসের এমপিরাও। তুমুল হট্টগোলের মধ্যে দুই সভাই মুলতুবি করে দেওয়া হয়।
সভা মুলতুবি হয়ে যাওয়ার পর অধিবেশন কক্ষের বাইরে এসে খাড়্গে বলেন, দেশে গণতন্ত্রের কী হাল আজকের অধিবেশনই তাঁর প্রমাণ। রাজ্যসভায় মন্ত্রী পীযুষ গোয়েলকে দশ মিনিট বলতে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। কিন্তু বিরোধীদের জন্য বরাদ্দ ছিল মাত্র দু মিনিট।
খাড়গের কথায়, ‘সংসদে নিয়মকানুনের কোনও তোয়াক্কা করা হচ্ছে না। রাহুল গান্ধী রাজ্যসভার সদস্য নন। অথচ সংসদের বাইরে তাঁর বলা কথা নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলা হচ্ছে।’ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, ‘বিচিত্র ব্যাপার! বিজেপি কিনা গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। নরেন্দ্র মোদীর সময়ে ভারতে স্বৈর শাসন কায়েম হয়েছে। মোদী একজন স্বৈর শাসক।’