বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের ফলাফল নির্ধারিত হওয়ার আগেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার নিউ জিল্যান্ড প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হল রোহিতদের। এই নিয়ে টানা দু’বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল ভারত। এ বারের তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইনদোর টেস্টে রোহিত শর্মাদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যোগ্যতা অর্জন করার জন্য তাদের দরকার ছিল একটি টেস্ট জয়। অন্য দিকে, ভারতকে বর্ডার-গাওস্কর সিরিজ জিততে হত দুই টেস্টের ব্যবধানে। তৃতীয় টেস্টে হারের পর চতুর্থ টেস্টে জয় তাই এক রকম বাধ্যতামূলক হয়ে গিয়েছিল ভারতের কাছে।
উল্লেখ্য, অমীমাংসিত ভাবে শেষ করতে পারলেও সুযোগ ছিল ভারতের সামনে। সে ক্ষেত্রে নিউ জিল্যান্ডকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারাতে হল শ্রীলঙ্কাকে। সোমবার প্রথম টেস্টে শ্রীলঙ্কাই হেরে যাওয়ায় তাদের আর কোনও সুযোগ থাকল না। অন্য দিকে আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারত। আগামী ৭ই জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ই জুন পর্যন্ত চলতে পারে খেলা। ইংল্যান্ডের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। পাঁচ দিনের ফাইনাল টেস্টের জন্য রাখা হয়েছে একটি অতিরিক্ত দিন। বৃষ্টি বা কোনও কারণে খেলার সময় কমে গেলে, অতিরিক্ত দিনে গড়াবে খেলা। ১২ই জুন রাখা হয়েছে অতিরিক্ত দিন হিসাবে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচটি। ডিজনি প্লাস হট স্টারেও খেলা দেখতে পারবেন দর্শকরা।