ভাঙড় নিয়ে কড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস। একাধিকবার দলের শীর্ষ নেতৃত্ব হুশিয়ারি দেওয়ার পরেও থামছে না অশান্তি। দলীয় নেতৃত্ব মনে করছে, এর ফলে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়তে পারে। তাই এখন থেকেই ভাঙড় নিয়ে সাবধানী তৃণমূল কংগ্রেস।
ভাঙড়ে দলের সমস্যা মেটানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি এবং অন্যতম শীর্ষ নেতা সুব্রত বক্সিকে৷ আজই ভবানীপুরে সুব্রত বক্সীর অফিসে আরাবুল ইসলাম সহ ভাঙড়ে তৃণমূলের বিভিন্ন নেতাদের ডেকে পাঠানো হয়েছে৷
একুশের বিধানসভায় ভাঙড় থেকে জিতেছিলেন আইএসএফ-এর নওসাদ সিদ্দিকি। সেই সময়ে তৃণমূলের দলীয় তদন্তে উঠে এসেছিল নেতাদের গোষ্ঠী কোন্দল ও অন্তর্ঘাতের কথা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করে, দলীয় স্তরে অনৈক্য না থাকলে ভাঙড়ে হারের কোনও কারণ ছিল না।
সূত্রের খবর, সেই বৈঠকেই আরাবুল সহ ভাঙড়ে দলের নেতাদের বলে দেওয়া হয়েছে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দল যা কর্মসূচি দেবে তাই করতে হবে। ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ক্ষুব্ধ সুব্রত বক্সী আরাবুলদের কাছে জানতে চান, কথায় কথায় এত অশান্তি কেন নিজেদের মধ্যে? আরও বলে দেওয়া হয়েছে, পঞ্চায়েতের প্রার্থী দল ঠিক করবে। স্থানীয় নেতাদের তা নিয়ে মাথা ঘামাতে হবে না।