কথায় আছে, অতিথি নারায়ণ। অথচ এবার ভারতে এসে হেনস্থার শিকার হতে হল এক জাপানি তরুণীকে। রংয়ের উৎসবের মাঝেই যৌন হেনস্তার শিকার হন তিনি। এবং তাও আবার রাজধানী দিল্লীতে। যেখানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অপমানে, ভয়ে, একরাশ ক্ষোভ নিয়েই ভারত ছেড়েছেন ওই তরুণী। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভারতে ঘুরতে এসেছিলেন জাপানের ওই তরুণী। দিল্লীর পাহারগঞ্জে ছিলেন তিনি। কিন্তু হোলির দিন রাস্তায় বেরিয়ে ভয়ংকর অভিজ্ঞতা হয় তাঁর। অভিযোগ, তিন যুবক জোর করে ওই তরুণীকে রং মাখিয়ে দেন। তরুণী অস্বস্তি বোধ করতে থাকলেও তাঁকে ছাড়া হয়নি। এমনকী তাঁর মাথায় ডিমও ফাটিয়ে দেন অভিযুক্তরা। সোশ্যাল মিডিয়ায় এই লজ্জাজনক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। দিল্লীর ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) সঞ্জয় কুমার সেইন জানিয়েছেন, ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে একজন নাবালক। জেরায় নিজেদের অপরাধ স্বীকারও করেছেন তাঁরা।