রাজধানী দিল্লীতে বিপর্যয়-ঝুঁকি হ্রাসের লক্ষ্যে দু’দিনের একটি সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তুরস্কের ভূমিকম্প নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে যোশীমঠের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নিয়ে নীরবই রইলেন তিনি।
সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে উত্তরাখণ্ডের যোশীমঠ। অপরিকল্পিত নগরোন্নয়নের কারণে পরিত্যক্ত হয়ে পড়েছে জোশীমঠের একাংশ। সেই বিপর্যয় প্রশ্ন তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর স্বপ্নের চার ধাম প্রকল্প নিয়েও। পরিবেশবিদদের একটি বড় অংশের মতে, কার্যকারণ না দেখে পাহাড় ভেঙে সড়ক বানানো, নদীর জল আটকে জলবিদ্যুৎ প্রকল্প বানানোয় স্থিতিস্থাপকতা হারাচ্ছে সংশ্লিষ্ট এলাকার প্রকৃতি। ধস নামছে পাহাড়ে। এই পরিস্থিতিতে নিজের বক্তব্যে তুরস্কের ভূমিকম্প নিয়ে প্রধানমন্ত্রী সরব হলেও, এড়িয়ে গেলেন যোশীমঠ প্রসঙ্গ।