দিন কয়েক আগেই বিরোধীদের ওপর এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন যে কজন অবিজেপি দলের নেতা, তার মধ্যে ছিলেন তাঁর পুত্র তেজস্বী যাদবও। আর তারপরেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বাদ যায়নি ছেলেও। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্রের শাসক দল বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
এই নিয়ে নিজের টুইটার হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করেন আরজেডি সুপ্রিমো। লেখেন, ‘জরুরি অবস্থায় কালো দিন দেখেছি। সেই যুদ্ধও লড়েছিলাম। আজকে আমার অন্তঃসত্ত্বা পুত্রবধূ, নাতনি ও মেয়েকে ১৫ ঘণ্টা বিজেপি পরিচালিত ইডির সামনে বসে থাকতে বাধ্য করা হচ্ছে।’ মোদী সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বলেও টুইটে অভিযোগ করেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। বিজেপি-আরএসএসের বিরুদ্ধে তিনি যে আদর্শগত লড়াই চালাচ্ছে, তাও স্পষ্ট করে দেন লালু। টুইটে তিনি লিখেছেন, ‘সংঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে আমার এই আদর্শগত লড়াই জারি থাকবে। আমি কখনও তাঁদের সামনে মাথা নত করব না।’ তাঁর পরিবার বা দলের কেউও মাথা নত করবে না বলে জানিয়ে দিয়েছেন লালু।