দিন কয়েক আগেই বিরোধীদের ওপর এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন যে কজন অবিজেপি দলের নেতা, তার মধ্যে ছিলেন তিনিও। আর তারপরেই বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করে সিবিআই। এবার ফের সিবিআইয়ের জেরা এড়ালেন তিনি। রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় তাঁকে জেরা করতে চায় সিবিআই। শনিবার দুপুরে তাঁকে যেতে বলা হয়েছিল দিল্লীতে সিবিআইয়ের সদর দফতরে। সূত্রের খবর, তিনি যাচ্ছেন না। এই নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের ডাকে সাড়া দিলেন না বিহারের উপমুখ্যমন্ত্রী।
শুক্রবার তাঁর দিল্লির বাড়িতে একই মামলার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তেজস্বীর দল আরজেডি সূত্রে দাবি করা হয়েছে, তল্লাশির সময় বিহারের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে দীর্ঘ সময় ধরে জেরা করেন ইডির গোয়েন্দারা। তিনি অন্তঃসত্ত্বা। দীর্ঘ জেরায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেজস্বী স্ত্রীর কাছে রয়েছেন। তাই সিবিআই দফতরে আজ যাননি। শুক্রবার তেজস্বীর দিল্লীর বাড়ি ছাড়াও তাঁর তিন বোনের বাড়িতেও হানা দেয় ইডি। চার বাড়ি থেকে তারা নগদ ৭০ লাখ টাকা, দেড় কেজি সোনা এবং ৯০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে বলে সংস্থা সূত্রের খবর।
