সম্প্রতি যে মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লীর প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদয়াকে, সেই দিল্লীর আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেকর রাওয়ের কন্যা কে কবিতারও। শুধু তাই নয়। তাঁর গ্রেফতারি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। আজই কবিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হবেন। তার আগে শুক্রবার হায়দ্রাবাদে দলের এক বৈঠকে কেসিআর আশঙ্কা প্রকাশ করেছেন, কবিতাকে হেফাজতে নিতে পারে ইডি।
কেসিআরের নির্দেশে তাঁর পুত্র তথা কবিতার দাদা কেটি রামারাও দিল্লী পৌঁছে গিয়েছেন। তিনি বোনের সঙ্গে ইডি দফতরে যাবেন। কেটি তেলেঙ্গানা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলে কেসিআরের পরেই তাঁর স্থান। কবিতাকে তলবের প্রতিবাদে তেলেঙ্গানা ও দিল্লীতে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে কেসিআরের দল। উল্লেখ্য, ইডি দিল্লীর মদ নীতি মামলায় কবিতাকে ৯ মার্চ তাঁর বিবৃতি রেকর্ড করার জন্য তলব করেছিল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে দিল্লীতে ধর্না কর্মসূচি নিয়ে ব্যস্ততার কারণে তাঁকে শনিবার যাওয়ার অনুমতি দেওয়া হয়।
