২০২১-২২ আর্থিক বছরে বাংলায় ৪৭৭৪৬.৬২ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ এসেছে। তাছাড়া, ২০২২-২৩ আর্থিক বছরে ২৩,৮৮০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটি ২০২১-২২ সালের শেষ হওয়া প্রকল্পের চেয়ে ৯৫ শতাংশ বেশি।
অতি সম্প্রতি এমএসএমই এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল এবং কনফেডারেশন অফ অরগ্যানিক ফুড প্রোডিউসার্স অ্যান্ড মার্কেটিং এজেন্সি যৌথভাবে ‘বিনিয়োগ- পশ্চিমবঙ্গে বৃদ্ধি ও উন্নয়ন’ শীর্ষক একটি সমীক্ষাপত্র প্রকাশ করেছে। সেখানেই এমএসএমই ইপিসি-র চেয়ারম্যান ডিএস রাওয়াত শুক্রবার এই সমীক্ষা রিপোর্টটি পেশ করতে গিয়ে বলেছেন, ২০২২-২৩ আর্থিক বছরের শেষে প্রকল্পের কাজ শেষ হতে চলা কয়েকটি বড় লগ্নিকে মাধ্যম করে বিনিয়োগ ও কাজ শেষের ক্ষেত্রে বড় বৃদ্ধি ঘটবে।
গত ২৬ ফেব্রুয়ারি সিএমআইই প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে ৪৭৭৪৬.৬২ কোটি টাকার প্রকল্প ঘোষণা হয়। এর মধ্যে ১২২৪৭.২৫ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, রাজ্য সরকার ১০৫৩৬.৮১ কোটি টাকার প্রকল্প পুনরুদ্ধার করেছে। যেখানে ২০২০-২১ সালে ২২১৬৮.১৫ কোটি টাকার প্রকল্প ঘোষণা হয়েছিল এবং ৭৪১২.২২ কোটি টাকার প্রকল্প সম্পূর্ণ হয়েছিল। তা ছাড়া, রাজ্য সরকার ২৬৬০.৫৪ কোটি টাকার প্রকল্প পুনরুজ্জীবিত করেছিল।
২০২২-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সিএমআইই-র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় ছ’টি বড় প্রকল্প সম্পূর্ণ হয়েছে। এর প্রত্যেকটির বিনিয়োগ মূল্য ৫০০ কোটি টাকার বেশি। সব প্রকল্প মিলিয়ে বিনিয়োগ মূল্য ৪১৬০ কোটি টাকা। সবচেয়ে বেশি পরিকাঠামো ক্ষেত্রে প্রকল্প সম্পূর্ণ হয়েছে। মোট ঘোষিত বিনিয়োগ প্রকল্পের ৬১.৬ শতাংশ। ২০২৩-এর মার্চ ত্রৈমাসিকে ১৭০০০ কোটি টাকার ১৮টি প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।