কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতা এবং এই খাতে বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতে শুক্রবার ধর্মঘট ডেকেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এদিন রাজ্য প্রশাসনকে অচল করে দেওয়ার কথা বলেছিল তারা। কিন্তু ধর্মঘটের দিন রাজ্য সচলই রইল।
শাসকদল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি, সরকারি অফিসগুলিতে ধর্মঘটের বিন্দুমাত্র প্রভাব পড়েনি। সূত্র মারফত জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত নবান্ন, বিকাশ ভবনে কর্মীদের হাজিরা স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েনি নব মহাকরণ, খাদ্য ভবন, ক্রেতাসুরক্ষা ভবন, কৃষিবিপণন ভবনেও। আবার অধিবেশন চলায় স্বাভাবিক হাজিরা রয়েছে বিধানসভাতেও। তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘ধর্মঘটের বিন্দুমাত্র প্রভাব পড়েনি রাজ্যে। নবান্নে অন্য দিনের তুলনায় হাজিরার পরিমাণ বেশি। রাজ্যের প্রধান সচিবালয়কেই তো অচল করতে পারলেন না ধর্মঘটীরা।’ এর পাশাপাশি তাঁর দাবি, বিকাশ ভবন, জলসম্পদ ভবনের মতো বিধাননগরে অবস্থিত সমস্ত সরকারি কার্যালয়ে উপস্থিতির হার অন্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
