এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে তৈরি হতে চলেছে রাজ্য পুলিশের প্রথম ট্রাফিক ট্রেনিং স্কুল। সেখানে ট্রাফিক সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের অবহিত করার পাশাপাশি অফিসারদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কুলের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়ে গিয়েছে। সেই জমিতে নির্মাণের জন্য সরকারি প্রক্রিয়া মিটলেই কাজ শুরু হয়ে যাবে। আপাতত এমন ট্রাফিক স্কুল শুধু কলকাতা পুলিশের অধীনেই রয়েছে। এবার ডায়মন্ডহারবার পুলিশ জেলার উদ্যোগে এই প্রকল্প তৈরি হতে চলেছে।
জানা গিয়েছে, এই ডায়মন্ডহারবার পুলিশ জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকায় দেড় একর জমির একটি প্লট চূড়ান্ত করা হয়েছে। ওই জমিটি বিষ্ণুপুর থানা থেকে ৫০০ মিটার দূরত্বে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ইতিমধ্যেই যৌথভাবে ওই জমিটি পরিদর্শন করেছে। এই ট্রেনিং স্কুল গড়তে রাজ্য সরকার অর্থ সাহায্য করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে টাকা পেতে কয়েকটি বাইক প্রস্তুতকারক সংস্থার সঙ্গেও কথাবার্তা বলছেন পুলিশ কর্তারা।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকার জানিয়েছেন, ‘ট্রাফিক নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই স্কুল তৈরি করা হচ্ছে। সচেতনা বৃদ্ধিই হবে আমাদের মূল লক্ষ্য। আরও নানা বিষয় শেখানোর পাশাপাশি উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।’ সূত্রের খবর, গোটা চত্বরকে কৃত্রিম রাস্তায় পরিণত করা হবে। মূল রাস্তাঘাটে যেসব দেখতে পাওয়া যায়, যেমন সিগন্যাল থেকে রোড সাইন সবই থাকবে এখানে। ওপেন এয়ার ক্লাসের ব্যবস্থাও করা হবে। সেখানে ট্রাফিক সম্পর্কিত ক্লাসে যোগদানের সুযোগ পাবেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। পথ চলতে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, পাঠ দেওয়া হবে সেসবের।