আর মাত্র একুশ দিনের অপেক্ষা। তারপরেই শুরু আইপিএল। কুড়ি-ওভারের যুদ্ধ উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতা আরম্ভ হবে ৩১ই মার্চ। আর ২১শে মার্চ শহরে আসছে কলকাতা নাইট রাইডার্স। তবে ইডেনে নয়, প্রথম তিন দিন তারা অনুশীলন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। এমনই জানালেন বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গে এও বললেন যে, ১০ জন নেট বোলার চেয়েছে কেকেআর। বৃহস্পতিবার সিএবি-তে স্নেহাশিস বলেন, “কেকেআর এখানে ক্যাম্প করবে ২১শে মার্চ থেকে। প্রথম তিন দিন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। ওরা ১০ জন নেট বোলার চেয়ে চিঠি পাঠিয়েছে। সব রকম সাহায্য সিএবি করবে। সেরা ১০ জন নেট বোলার পাঠানোর চেষ্টা করব। তবে ক্লাব ক্রিকেট চলছে। সেটাও মাথায় রাখতে হবে আমাদের। অনূর্ধ্ব-১৯ বোলারকেও পাঠানো হবে। সেখান থেকে যদি কেউ সুযোগ পায়ে সেটা ভাল ব্যাপার হবে।”
পাশাপাশি, রঞ্জি ফাইনালে হারের পর বাংলা দলের সঙ্গে এখনও কোনও রিভিউ বৈঠক হয়নি বলে জানালেন স্নেহাশিস। তিনি বলেন, “ক্লাবের খেলা চলছে। মরসুম এখনও শেষ হয়নি। এর মাঝে কারও সঙ্গে কথা বলিনি। ওপেনিং নিয়ে একটা সমস্যা চলছে। গত তিন মরসুম ধরেই চলছে। বাংলা দলে ওপেনার প্রয়োজন। ক্লাবগুলোকেও বলেছি। তবে আমি ফিজিয়োর সঙ্গে কথা বলেছি। ক্রিকেটারদের সুস্থ রাখা প্রয়োজন। সেই নিয়ে কথা হয়েছে। কোচদের সঙ্গে এক বছরের চুক্তি আছে। দল ভাল খেলেছে। এখনই কোচদের চুক্তি নিয়ে ভাবছি না। যেটা যে ভাবে চলছে আমরা চলতে দিতে চাই। কোনও রকম কিছু ঘেঁটে দেওয়ার পরিকল্পনা নেই।” ক্লাব ক্রিকেটে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম আনা হবে বলে জানালেন সিএবি প্রধান। ভারতীয় বোর্ডের আয়োজিত প্রতিযোগিতাগুলিতে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম চালু হয়েছে। তাই বাংলার ক্রিকেটেও সেটা চালু করছে সিএবি। “আমরা মেয়র্স কাপের ফাইনাল দু’দিনের করার পরিকল্পনা করছি। গোলাপি বলে সেই ম্যাচ খেলা হবে। ইডেনেই হবে সেই ম্যাচ”, জানিয়েছেন স্নেহাশিস।
