হাতে আর বেশিদিন নেই। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু বীরভূমে নেই অনুব্রত মণ্ডল। নিজের গড়ে বরাবরই তৃণমূলের হয়ে নির্বাচন সামলে এসেছেন যিনি। তাই তিনি দিল্লীতে ইডি হেফাজতে থাকায় কীভাবে হবে ভোট, তা নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন মদন মিত্র। বললেন, পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড়-বাতাস নিয়ে বীরভূমে যাব।
বীরভূমের ভোট প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, ‘লোকে ধরে নিচ্ছে অনুব্রত নেই মানে এবারের পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে। বীরভূম ধরে রাখতে পারবে না তৃণমূল। কিন্তু মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ংকর।’ এরপরই অনুব্রতর মতো করে চড়াম, চড়াম ঢোল বাজানোর কথা বলেন মদন। তাঁর কথায়, ‘আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারব না। কারণ আমি বাইরের লোক। কিন্তু বীরুভূমের সীমানার বাইরে বসে চড়াম চড়াম ঢোল বাজাব।’ তিনি এ-ও জানান, ‘পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড়-বাতাস নিয়ে যাব। বিরোধীদের পাখার হাওয়াও দিয়ে দেব। অনেকদিন হাওয়া খায়নি বিরোধী দল। অনুব্রতর চষা মাঠ, অনুব্রতরই থাকবে।’
