স্কুল পড়ুয়াদের যাতে সমস্যা না হয়, সে জন্য রাজ্যের প্রতিটি স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে রাজ্যের প্রতিটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিশ্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করার জন্য ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষেই টার্গেটের ৭৮ শতাংশ স্কুলে জলের সংযোগ দেওয়ার কাজ হয়ে গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৭৪ হাজার ১০৯টি স্কুলে জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। যার মধ্যে ৫৮ হাজার ১৫৫টি স্কুলে জলের সংযোগ নিশ্চিত করেছে রাজ্য। অন্যদিকে রাজ্যে এই মুহূর্তে ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে। যার মধ্যে ৯১ হাজার ৪৬ টি স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে, টার্গেটের ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। জেলাওয়াড়ি হিসাব করলে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলাতেও ১০০ শতাংশ স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। আলিপুরদুয়ার এবং উত্তর ২৪ পরগনায় মাত্র দুই এবং চার শতাংশ স্কুলে জলের সংযোগ দেওয়া বাকি রয়েছে।