বিশ্বকাপ জিতলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করতে ব্যর্থ হলেন লিওনেল মেসি। আরও একবার প্রতিযোগিতার শেষ ১৬-এর পর্ব থেকে বিদায় নিল তাঁর দল পিএসজি। ২০১৫ সালে শেষ বার বার্সেলোনার হয়ে ট্রফি জিতেছিলেন মেসি। তার পর থেকে আর সেই স্বাদ পাননি তিনি। বুধবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি। নিষ্প্রভ কিলিয়ান এমবাপেও। প্রথম পর্বের খেলায় পিএসজির ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় পর্বে নিজেদের ঘরের মাঠে আরও দাপট নিয়ে খেলল তারা। তার মধ্যেই সহজ সুযোগ পেয়েছিলেন পিএসজির ভিটিনহা। বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমারকে পরাস্তও করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত গোললাইন সেভ করেন ডি লিট। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে দু’টি গোল হল। তবে দু’টিই পিএসজির বিরুদ্ধে। ৬১ মিনিটের মাথায় প্রথম গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো মোটিং। গোরেৎজ়কার পাস ধরে গোল করেন তিনি। ৮৯ মিনিটে খেলার ভাগ্য নিশ্চিত করে দেন সার্জে ন্যাব্রি। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। দুই পর্ব মিলিয়ে ৩-০ গোলে জেতে বায়ার্ন।
উল্লেখ্য, চোটের কারণে এদিন দলে ছিলেন না নেমার। কিন্তু এমবাপে, মেসি দু’জনেই ৯০ মিনিট খেললেন। বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন এমবাপে। কিন্তু ক্লাবের হয়ে তেমনটা পারলেন না। এমবাপেকে সারা ক্ষণ আটকে রাখল বায়ার্নের রক্ষণ। ফলে মেসি একা হয়ে গেলেন। তিনিও গোলের মুখ খুলতে পারলেন না। অন্য দিকে এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ইংল্যান্ডের ক্লাব টটেমহ্যাম হটস্পার। প্রথম পর্বের খেলায় নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল মিলান। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে গোলই করতে পারলেন না টটেনহ্যাম ফুটবলাররা। হ্যারি কেন, সন হিউ মিনরা ব্যর্থ। ০-০ ব্যবধানে শেষ হল খেলা। ঘরের মাঠে হারায় প্রশ্ন উঠে গেল টটেনহ্যাম কোচ আন্তোনিয়ো কন্তের ভবিষ্যৎ নিয়ে। খেলা চলাকালীনই তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন টটেনহ্যাম সমর্থকরা। ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়তে দেখা ইতালীয় কোচকে।