আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তারই মধ্যে এল সুখবর। এবার উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য সান্মানিক বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগে প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য মিলত পাঁচ টাকা করে। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই প্রতিটি উত্তরপত্র দেখার জন্য ৬ টাকা করে পাবেন পরীক্ষকরা। শুধু তাই নয়, উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত সকলেরই সান্মানিক এবং বরাদ্দ বাড়িয়েছে সংসদ।
বুধবারই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি উত্তরপত্র স্ক্রটিনির জন্য ১ টাকার পরিবর্তে দেড় টাকা এবং ফলাফল প্রকাশ পরবর্তী স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য উত্তরপত্র পিছু পাঁচ টাকার পরিবর্তে ৬ টাকা করে দেওয়া হবে। প্রধান পরীক্ষকদের যাতায়াত বাবদ দু’শো টাকার পরিবর্তে আড়াইশো টাকা করে দেওয়া হবে। পরীক্ষক ও স্ক্রুটিনিয়ারদের জন্য ট্রাভেলিং অ্যালাওয়েন্স ছিল দূরত্বের বিচারে ২৫ থেকে ১০৫ টাকা। তা বাড়িয়ে ৫০ থেকে দেড়শো টাকা করা হয়েছে। ক্যাম্প কো-অর্ডিনেটরের ভাতা দেড় হাজার থেকে বাড়িয়ে ২ হাজার এবং যাতায়াতের জন্য বরাদ্দ ৫০ থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে।
