চাঞ্চল্য ছড়াল বিজেপাশাসিত অসমে। এবার পাকিস্তানি এজেন্টদের সিমকার্ড সরবরাহের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ ও মরিগাঁও থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, সন্দেহজনক নথি এবং একটি বিদেশি দূতাবাসকে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ব্যবহার করা একটি হ্যান্ডসেট। বুধবার অসম পুলিশের মুখপাত্র প্রশান্ত ভুঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র পক্ষ থেকে জানানো নওগাঁ ও মারিগাঁওয়ের ১০ জন দেশবিরোধী কাজকর্মে লিপ্ত ও একটি বিদেশি দূতাবাসকে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করছে। বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থা থেকে সিম কার্ড কিনে পাকিস্তানি এজেন্টদের সরবরাহ করছে।”
প্রসঙ্গত, উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই দুই জেলার বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে আশিকুল ইসলাম, বদরউদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদুজামান ও বাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচ জন অবশ্য পালিয়ে গিয়েছে। পাশাপাশি অসম পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃত ও পলাতকদের বাড়িতে হানা দিয়ে ১৮টি মোবাইল ফোন, ১৩৬টি সিম কার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জন্ম শংসাপত্র, ব্যাঙ্কের পাশবুক, উচ্চ প্রযুক্তির সিপিইউ ও নানা ফটোগ্রাফ উদ্ধার করা হয়েছে। বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত ধৃত আশিকুল ইসলাম।