গেরুয়া শিবিরের তরফে রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ একেবারেই নতুন কিছু নয়। কখনও তাঁকে ‘পাপ্পু’ বলা হয়। কখনও তাঁর বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করা হয়। বা তাঁর বান্ধবীর বিয়েতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এবার কর্ণাটকের বিজেপি নেতা যা বললেন, তা আগের সব কিছুকেই ছাপিয়ে গেল। হ্যাঁ, কংগ্রেস নেতাকে কটাক্ষ করতে গিয়ে কর্ণাটক প্রদেশ বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল বলে বসেছেন, সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই রাহুল গান্ধীর। সেকারণেই নাকি বিয়ে করছেন না তিনি। বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস।
বিজেপির কর্ণাটক প্রদেশ সভাপতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সিদ্ধারামাইয়া এবং রাহুল গান্ধী বলেছিলেন করোনার টিকা নিলে বাবা হওয়া যাবে না। তারপরও কিন্তু তারা চুপিচুপি করোনার টিকা নিয়েছেন। একদিন আগেই আমাদের এক নেতা আমাকে বলছিলেন, এই কারণেই নাকি রাহুল গান্ধী বিয়ে করছেন না। কারণ তিনি বাবা হতে পারবেন না।’ স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এর তীব্র নিন্দা করেছে কংগ্রেস।