আজ দোলযাত্রা। রঙের পরবে মেতে উঠতে চলেছে বাঙালি। উৎসবের দিন ঊর্ধগামী থাকবে শহরের তাপমাত্রা। পশ্চিম ভারতের লু-এর মতো শুষ্ক ও উষ্ণ হাওয়ায় বেলা বাড়লে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে পারদ। পাশাপাশি কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও এক ডিগ্রি বা তার সামান্য বেশি বাড়বে। ১১ই মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে। অতএব উষ্ণ ফেব্রুয়ারির পর এবার উষ্ণতর মার্চের স্পষ্ট পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলায় আজ বেলা বাড়লে তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন হাওয়া অফিস।
প্রসঙ্গত, পশ্চিমের শুকনো ও গরম বাতাস বিহার, ঝাড়খণ্ড হয়ে অবাধে ঢুকছে এই রাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। ঝাড়খন্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং-এ। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ থেকে ৮১ শতাংশ। কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ। আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদরা।