এবার শিবসেনার একনাথ শিন্ডে পক্ষের বিধায়ক সঞ্জয় শিরসত উঠে এলেন খবরের শিরোনামে। সোমবার এক মন্তব্যে, সঞ্জয় শিরসত দাবি করেছেন, তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন, যাতে ঔরাঙ্গাবাদ শহর থেকে ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া হয়।
মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহর থেকে যাতে মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া হয়, তার জন্য আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখবেন শিবসেনার একনাথ শিন্ডে পক্ষের বিধায়ক সঞ্জয় শিরসত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার একথা জানান তিনি।
এদিকে, মহারাষ্ট্রের ঔরাঙ্গবাদের নাম পাল্টে ছত্রপতি শাম্ভাজিনগর রাখার প্রতিবাদে সরব হয়েছে এআইএমআইএম। আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলকে ‘বিরিয়ানি পার্টি’ বলে উল্লেখ করে মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সরব হন সঞ্জয় শিরসত।
অন্যদিকে, ঔরাঙ্গাবাদের নাম পাল্টানোর প্রতিবাদে এআইএমআইএমের নেতা সাংসদ ইমতিয়াজ জলিল অনশনে বসেছেন। জেলা কালেক্টরের অফিসের সামনে এই ধর্ণা গত ৪ মার্চ থেকে চলছে। আর তার প্রেক্ষিতেই একনাথ শিন্ডে ক্যাম্পের বিধায়ক সঞ্জয় শিরসত সরব হচ্ছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে সঞ্জয় শিরসত বলেন,’ এটা কোনও আন্দোলন নয়। বিরিয়ানি পার্টি ও এই পার্টির ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঔরাঙ্গাবাদের মুসলিমদের কোনও সমস্যা নেই এই নামের বদল ঘিরে। তবে হায়দ্রাবাদের মানুষদের সমস্যা রয়েছে।’