গ্রেফতারি পরোয়ানা জারি হল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে এই পরোয়ানা জারি হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ২০২১ সালের ২৯ মার্চ বিধানসভা নির্বাচনের আগে অবৈধ জমায়েত, মহিলাকে যৌন হেনস্থা-সহ একাধিক ধারায় বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলারই অগ্রগতি স্বরূপ জারি হয়েছে এই পরোয়ানা।
অভিযুক্ত বাপি গোস্বামী বলেন, ‘তৃণমূল সরকার প্রতিদিনই পুলিশকে দিয়ে বিজেপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দায়ের করে। এটি তেমনই একটি মামলা। মানুষ সব জানে। আমাদের বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে।’