এবার আদান গোষ্ঠীর কারচুপিতে এক চিনা নাগরিকের ‘সন্দেহজনক ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। অভিযুক্ত শিল্পগোষ্ঠীর কাছে প্রতিরক্ষা সংক্রান্ত বরাত রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়ে মোদী সরকারে কি আদৌ অবগত? প্রশ্ন তোলা হল বিরোধী দলের তরফে
আদানির সঙ্গে চিনা যোগের পাশাপাশি কংগ্রেসের অভিযোগ, ইউপিএ আমলে দুর্নীতির দায়ে অগাস্টা ওয়েস্টল্যান্ডের পেরেন্ট কোম্পানি ফিনমেকানিকার (পরে লিওনার্দো) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু ২০২১ সালের ১৪ নভেম্বর বিজেপি সরকার ওই সংস্থার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেয়। কংগ্রেসের প্রশ্ন, একটি সংস্থার বিরুদ্ধে ঘুষ দেওয়ার মতো দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও, সেই মামলার এখনও নিষ্পত্তি না হওয়া সত্বেও কোন উদ্দেশে তাদের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল?
হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গোষ্ঠীকে জড়িয়ে কেন্দ্রেকে তোপ দাগছে কংগ্রেস। এবার সন্দেহভাজন এক চিনা নাগরিকের কথা জানাল তারা। প্রশ্ন তোলা হল জাতীয় সুরক্ষা নিয়ে। উল্লেখ্য, বিভিন্ন বিষয়ে বারবার জাতীয় সুরক্ষার ঘুঁটিতেই বিরোধীদের আক্রমণ শানিয়ে থাকে বিজেপি। এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পথে হাঁটল কংগ্রেস।