মঞ্চে রয়েছে হনুমানের মূর্তি। তার সামনে ‘বডি বিল্ডিং প্রতিযোগিতা’-য় দেহসৌষ্ঠব প্রদর্শন করলেন মহিলারা। পরনে বিকিনি, টোনড অ্যাবে ওয়াক করলেন তাঁরা। আর এই ঘটনাকেই সহজভাবে দেখতে নারাজ কংগ্রেস। বজরংবলিকে এই ঘটনায় অপমান করা হয়েছে বলে মন্তব্য তাদের।
ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন-এর ব্যানারে এই শোয়ের আয়োজিত হয়। আয়োজক কমিটিতে ছিলেন কিছু বিজেপি নেতাও। গেরুয়া শিবিরের পালটা দাবি, এই মন্তব্য করে কংগ্রেস আদতে মহিলাদের অসম্মান করছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলামে। ইতিমধ্যেই এই শোয়ের কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি সেখানে মহিলাদের জন্য বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। সেই উপলক্ষ্যে মহিলারা বিকিনিতে তাঁদের সুঠাম দেহ, মাসল প্রদর্শন করেন। কিন্তু, সেই সময় স্টেজেই রাখা ছিল হনুমান মূর্তি। আর তা দেখেই চটেছেন স্থানীয় কংগ্রেস নেতারা।