সোমবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরা রোডে। যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পুলিশের গাড়ি চালকের। আহত হয়েছেন একজন এএসআই ও আরও দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ইলমবাজার গুসকরা রোডের বাগড়াই ব্রিজের কাছে।
সূত্রের খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ পেট্রলিংয়ে বেরানো পুলিশের গাড়িটি ব্রিজের নীচ থেকে ওপরে উঠছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবাহী বাস। মোরবাঁধের দিক থেকে গুসকরার দিকে যাচ্ছিল বাসটি। ভোরবেলা রাস্তা ফাঁকা থাকায় সেটি বেশ দ্রুত গতিতেই আসছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারানোর ফলে পুলিশের গাড়িতে গিয়ে ধাক্কা মারে বাসটি।
এর ফলে দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়ির সামনের অংশ। মৃত্যু হয় গাড়ির চালক বিশ্বনাথ মুর্মুর। কমলেশ সিং, শ্রীকান্ত সিনহা এবং আশিস প্রামাণিক নামে পুলিশের এক এএসআই, একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন কনস্টেবল ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।