নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই হারিয়েছেন দলের নাম-প্রতীক। তারপর থেকেই নির্বাচন কমিশন-কে আক্রমণ করে চলেছেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। রবিবারও ফের একবার শিবসেনার নাম ও প্রতীক শিন্ডে শিবিরকে দিয়ে দেওয়ায় কমিশনকে ‘চুনা লাগাভ’ বলে আক্রমণ করে তিনি বলেন, ‘ক্ষমতায় যারা রয়েছে, নির্বাচন কমিশন বর্তমানে তাদের দাস হয়ে গিয়েছে’।
রবিবার নির্বাচন কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে উদ্ধব ঠাকরে বলেন, ‘নির্বাচন কমিশন কখনওই আমার দলকে কেড়ে নিতে পারে না। এই দল (শিবসেনা) নির্বাচন কমিশনের বাবা তৈরি করেনি, আমার বাবা প্রয়াত বালাসাহেব ঠাকরে তৈরি করেছিলেন। বালাসাহেব ঠাকরে সেই সময় ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়েছিল, যখন এই দল রাজনৈতিকভাবে অচ্ছুৎ ছিল। যদি আপনাদের সাহস থাকে, তবে বালাসাহেবের নাম না নিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মহারাষ্ট্রে ভোট চেয়ে দেখান’।
তিনি আরও বলেন, ‘আপনারা (নির্বাচন কমিশন) দলের নাম ও প্রতীক কেড়ে নিয়েছেন আমাদের কাছ থেকে, কিন্তু শিবসেনাকে কখনও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না’। তাঁকে সমর্থন জানাতে যে বিপুল জনসমাগম হয়েছিল, তার জন্য উপস্থিত জনতাকে ধন্য়বাদ জানিয়ে উদ্ধব ঠাকরে বলেন, ‘আমার আপনাদের দেওয়ার কিছু নেই। আমি শুধু আপনাদের আশীর্বাদ ও সমর্থন নিতে এসেছি’।
নির্বাচন কমিশনকেও আক্রমণ করে বলেন, ‘যদি নির্বাচন কমিশনের চোখে ছানি না পড়ে থাকে, তবে তাদের উচিত বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা। নির্বাচন কমিশন এখন চুনা লাগাভ কমিশনে পরিণত হয়েছে। ক্ষমতায় যারা রয়েছে, তাদের দাসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন যে নীতিতে এই সিদ্ধান্ত (শিবসেনার নাম ও প্রতীকের উপরে একনাথ শিন্ডের শিবিরের অধিকার) নিয়েছে, তা অত্যন্ত অনৈতিক’।