ফের অগ্নিকাণ্ডের সাক্ষী রইল শহর কলকাতা। এবার ঢাকুরিয়ার দক্ষিণাপণে শাড়ির দোকানে হঠাৎই আগুন লাগল। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন লেগে যায় সেখানে। নিমেষের মধ্যে পুড়ে যায় বেশ কিছু শাড়ি। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ খানিকক্ষণ পর কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও পুরোপুরি আগুন নেভানো যায়নি।
জানা গিয়েছে, এদিন সকালবেলা দোকান খোলার পরই আগুন লাগে দক্ষিণাপণের ওই দোকানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আশেপাশের দোকানগুলির পণ্যসামগ্রী সরানোর কাজ শুরু করেন অন্যান্য ব্যবসায়ীরা। জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সম্ভবত এসি থেকেই এই শর্ট সার্কিট হয়েছিল। আগুনে প্রচুর পণ্য পুড়ে গিয়েছে। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দোকান মালিক। অন্যান্য দোকানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা হয়েছে। কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, দমকল কর্মীরা তা খতিয়ে দেখছেন।
