পরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধ করে তুলতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নামানো হচ্ছে ইলেকট্রিক গাড়ি। সেই কারণেই কলকাতাজুড়ে ইলেকট্রিক গাড়ির ‘চার্জিং স্টেশন’ বানাচ্ছে কলকাতা পুরসভা। এই কাজে একটি বেসরকারি সংস্থার সঙ্গে পাঁচ বছরের জন্যে ইতিমধ্যেই চুক্তি হয়েছে। খুব শীঘ্রই স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে বলে খবর মিলেছে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থাটি পুরসভার পার্কিং লটে পরিকাঠামো তৈরি করবে। তারা স্টেশনগুলি চালাবে। সেই সংস্থা পুরসভাকে ভাড়া দেবে। জুন মাস থেকেই যাতে স্টেশনগুলি কাজ করতে পারে, তেমনভাবেই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানির সরবরাহ বাড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
পাশাপাশি শোনা গিয়েছে, প্রাথমিকভাবে শহরের ১৩টি জায়গায় চার্জিং স্টেশন তৈরি হচ্ছে। এজেসি বোস রোড, রাজা রামমোহন সরণি, রবীন্দ্র সরোবর লেক এলাকা, গার্ডেনরিচ রোড সহ ১৩টি পার্কিং লটকে চিহ্নিত করা হয়েছে। পার্কিং লটেই চার্জিং স্টেশন হবে। এক একটি স্টেশনে প্রায় ১২টি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা রাখা হবে। জানা গিয়েছে, দু-ধরনের চার্জার থাকবে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অপরটি কম ক্ষমতার। উচ্চক্ষমতার চার্জারের মাধ্যমে এক ঘণ্টায় গাড়ির ব্যাটারি চার্জ হবে। তিনবার উচ্চ ক্ষমতার চার্জার দিয়ে গাড়ি চার্জ করার পর, চতুর্থবার কম ক্ষমতার চার্জার ব্যবহার করতে হবে। যেকোনও ধরনের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকছে। তবে স্কুটার, বাইক ও চার চাকার গাড়ি, এমনকী সরকারি বাসও চার্জ দেওয়া যাবে। অগ্রাধিকার দেওয়া হবে গণপরিবহণকে।