প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় আসলে ক্ষতিগ্রস্ত হয় নদীবাঁধ। ভরা কোটাল আসলেই চিন্তায় পড়েন স্থানীয় বাসিন্দারা। সর্বদা নদীবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় দিনযাপন করতে হয় নামখানা ব্লকের নারায়ণগঞ্জে বাসিন্দাদের। আর তাই এই আশঙ্কা দূর করতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে কংক্রিটের নদীবাঁধ তৈরী করার দাবি জানাচ্ছিলেন তাঁরা। সেই দাবি মেনে এবার নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে স্থায়ী নদীবাঁধ। এই নদীবাঁধে ব্যবহার করা হচ্ছে আধুনিক ব্লক পিচিং ফলে উত্তাল ঢেউয়ের ধাক্কা সরাসরি নদীবাঁধে লাগার সম্ভাবনা কমবে।
ইতিমধ্যেই ইটের ব্লক তৈরী করে প্রাথমিক পর্যায়ে নদীবাঁধের উপর ফেলে নদীবাঁধ শক্ত করা হয়েছে। এরপর সেখানে ব্লক পিচিং-এর ব্যবস্থা থাকছে। সম্প্রতি এই নদীবাধেঁর কাজের সূচনা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই নদীবাঁধ তৈরী করা নিয়ে বঙ্কিমচন্দ্র হাজরা জানান, ‘নামখানার নারায়ণগঞ্জে নতুন নদীবাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। নতুন করে ১২০০ মিটার অংশে স্থায়ী নদীবাঁধ তৈরীর কাজ করা হচ্ছে। এই কাজ করতে খরচ হচ্ছে প্রায় ৬.৮৯ কোটি টাকা। যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা।’