দেশের জার্সি গায়ে ফের মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বার খেলবেন আর্জেন্টিনার ফুটবলাররা। ২৩শে মার্চ ঘরের মাঠে পানামার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ হবে বুয়েন্স আইরেসের এস্টাডিয়ো মাস মনুমেন্টাল স্টেডিয়ামে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফিরে বিশাল সংখ্যক সমর্থকদের মাঝে হুডখোলা বাসে ঘুরেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ বার ঘরের মাঠেও তাঁরা সেই বিশাল সমর্থন পাওয়ার আশা করছেন। এটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ।
উল্লেখ্য, কুরাকাওয়ের বিরুদ্ধেও একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৮শে মার্চ হবে সেই ম্যাচ। খেলা হবে স্যান্টিয়াগো দেল এস্তেরোতে। এই ম্যাচ দু’টি কখন হবে তা এখনও জানানো হয়নি। ভারতে এই ম্যাচগুলি সম্প্রচার করা হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখার জন্য যে উৎসাহ থাকবে, তা বলাই বাহুল্য। ২০২২-এ কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন মেসিরা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।