ছেলে প্রশান্তর বাড়ি ও অফিস থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। আর তারপর থেকেই ফেরার বিজেপি বিধায়ক বাবা। কথা হচ্ছে, কর্ণাটকের বিজেপি বিধায়ক কে মাদল বিরুপাক্ষপ্পার। বৃহস্পতিবার ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে গ্রেফতার করা হয় তাঁর পুত্র প্রশান্তকে। এর পরই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালান কর্ণাটকের লোকায়ুক্ত আধিকারিকরা। তখনই উদ্ধার হয় কোটি কোটি টাকা।
কর্ণাটক লোকায়ুক্ত সূত্রে খবর, বিধায়ক পুত্রের বাড়ি ও অফিস থেকে ৮.১২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। আয় বহির্ভূত এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ইস্যুতে শুক্রবারই বিজেপি বিধায়ককে তলব করেন লোকায়ুক্ত আধিকারিকরা। কিন্তু ঘটনার পর তাঁর কোনও খোঁজ মিলছে না বলে খবর। অন্যদিকে, কর্ণাটকের লোকায়ুক্তের তল্লাশি অভিযানের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক টাকা বাজেয়াপ্ত হয়েছে বিধায়ক পুত্রের বাড়ি ও অফিস থেকে। যার ফলে প্রবল অস্বস্তির মুখে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপি।
গত নির্বাচনে কর্ণাটকের চন্নাগিরি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেন কে মাদল বিরুপাক্ষপ্পা। বর্তমানে সপুত্র কেএসডিএল-এর চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে লোকায়ুক্ত পুলিশ। উল্লেখ্য, বিজেপি বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে লোকায়ুক্তের কাছে অভিযোগ দায়ের করেন শ্রেয়স ক্যাশপ। কেমিক্সিল কর্পোরেশন নামে একটি সংস্থার চালান তিনি। শ্রেয়সের দাবি, সম্প্রতি কেএসডিএলে রাসায়নিক সরবরাহের বরাত পান তিনি। কিন্তু পারচেজ অর্ডার দেওয়ার আগে তিনি এমএস ডেলিসিয়া কেমিক্যালসের মালিক টিএএস মূর্তির থেকে ঘুষ চাওয়া হয়। বিধায়ক ও তাঁর ছেলে মোট ৮১ লাখ টাকা চেয়েছিলেন বলে অভিযোগ।