রাজধানীতে বসে তিনি দেশ চালালেও দিল্লীতে ক্ষমতায় আম আদমি পার্টি। আর তা নিয়েই গত ১০ বছর ধরে ‘দ্বন্দ্ব’ চলছে নরেন্দ্র মোদী-অমিত সাহিদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি দিল্লীর উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ সিসোদিয়ার গ্রেফতারির পর এই ‘দ্বন্দ্ব’ আরও চরমে উঠেছে। সিসোদিয়ার গ্রেফাতারি নিয়ে চরম ক্ষুব্ধ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে বললেন, মোদী ইন্দিরা গান্ধীর মত খুব বেশি বাড়াবাড়ি করছেন।
কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আপকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না। কেজরিওয়াল আরও বলেন, সিসোদিয়ার গ্রেফতারি হাজার হাজার মানুষের চোখ খুলে দিয়েছে। দিল্লির মানুষ বিজেপির এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে আজ পথে নেমেছে। যখন থেকে আপ পাঞ্জাবের মসনদে বসেছে বিজেপি তা সহ্য করতে পারছে না। আপকে থামাতে চাইছে বিজেপি। ‘আম আদমি পার্টি একটা ঝড়’, যা থামার নয়। কেজরিওয়াল বলেন, আমরা ঘরে ঘরে প্রচার চালাব। এক সময় ইন্দিরা গান্ধী অনেক এমন অনেক কাণ্ড করেছিলেন, এখন প্রধানমন্ত্রী মোদী তাই করছেন।
