লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলির জন্য অ্যাসিড টেস্ট, মনে করছে অভিজ্ঞ মহলের একাংশ। মেঘালয়ে গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। কিন্তু, স্বস্তি ফেরাচ্ছে নাগাল্যান্ড। ত্রিপুরায় ফের একবার গেরুয়া ঝড় উঠতে চলেছে, প্রাথমিক টেন্ড বলছিল এমনটাই। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই চিত্রটাও বদলে যায়। বাম জোট জোর টক্কর দিচ্ছে বিজেপি-কে।
বাঙালি অধ্যুষিত ত্রিপুরাকে প্রথম থেকেই ‘পাখির চোখ’ করেছিল তৃণমূল। একাধিক যুব তৃণমূল নেতারা সেখানে গিয়ে প্রচার চালিয়েছেন। একাধিকবার ত্রিপুরা সফর করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম, কংগ্রেস এবং বিজেপি-কে একযোগে আক্রমণ করেছিলেন তাঁরা।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তা মোতাবেক ত্রিপুরাতে ২২টি আসনে এগিয়ে বিজেপি জোট। আইপিএফটি-র সঙ্গে সেখানে জোট করেছে গেরুয়া শিবির। সিপিএম এগিয়ে ২৪টি আসনে। তৃণমূল এগিয়ে ১২টি আসনে। কংগ্রেস কোনওভাবেই সেখানে দাগ কাটতে পারেনি। সেক্ষেত্রে জোট সমীকরণে বদল না হলে ত্রিপুরায় শেষ হাসি হাসবে গেরুয়া শিবিরই, মনে করছে অভিজ্ঞ মহল।