ভারতে জি-২০ ভুক্ত দেশগুলির মূল সম্মেলন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। তখন কুড়িটি দেশের রাষ্ট্র প্রধানেরা আসবেন। তার আগে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জি-২০ ভুক্ত দেশগুলির প্রতিনিধিদের আলোচনা সভা, ভারত-দর্শন ইত্যাদি। বুধবার থেকে তিন দিনের এমনই একটি সম্মেলন চলবে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে।
কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট শাসিত এই রাজ্যে জি-২০ পোস্টার ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নেই। ভারত সরকার তো বটেই বিভিন্ন রাজ্য সরকারের উদ্যোগে হওয়া অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর ছবিই প্রাধান্য পাচ্ছে। ব্যতিক্রম ঝাড়খড়ণ্ড।
রাঁচি এবং রাজ্যের বড় শহরগুলিতে তিন দিনের সম্মেলন উপলক্ষে কয়েকশো ব্যানার, কাটআউট বসিয়েছে রাজ্য প্রশাসন। সেগুলিতে প্রধানমন্ত্রীর ছবির জায়গায় আছে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের মুখ।
এ নিয়ে ঝাড়খণ্ডে বিজেপি এবং জেএমএমের মধ্যে তীব্র বিবাদ বেঁধেছে। বিজেপির বক্তব্য, বিদেশি অতিথিদের সামনে প্রধানমন্ত্রীই দেশের মুখ। তাঁর ছবিই রাখা হয়নি। জেএমএমের বক্তব্য, প্রধানমন্ত্রী দিল্লিতে মুখ্যমন্ত্রীদের ডেকে যৌথভাবে সম্মেলন সম্পন্ন করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দিল্লি থেকে যে প্রচার সামগ্রী কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে তাতে মুখ্যমন্ত্রীদের ছবি নেই। সবই মোদী ময়। জেএমএম বক্তব্য, কেন্দ্র যা করছে তাতে আরও অনেক রাজ্য মুখ্যমন্ত্রীদের ছবি ব্যানারে দিতে বাধ্য হবে।