শান্তিপ্রিয় দেশ ভারত! অথচ সেই দেশের অন্দরে নিত্য অশান্তি। গোটা বিশ্বের ইন্টারনেট বন্ধের হিসাব অন্তত সেকথাই বলছে। দেখা যাচ্ছে, গোটা বিশ্বে দাঙ্গা-হাঙ্গামার জন্য ইন্টারনেট বন্ধের নিরিখে সবার উপরে রয়েছে ভারত। অন্য কোনও দেশ ধারেকাছে নেই।
ইন্টারনেট বন্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সমীক্ষক সংস্থার হিসাব বলছে ২০২২ সালে গোটা বিশ্বে প্রশাসনের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল মোট ১৮৭ বার। এর মধ্যে শুধু ভারতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল ৮৪ বার। বাকি গোটা বিশ্ব মিলিয়ে ইন্টারনেট বন্ধ হয়েছে ১০৩ বার। ভারতের পর ইন্টারনেট বন্ধের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। জেলেনস্কির নির্দেশে ২০২২ সালে সেদেশে ইন্টারনেট বন্ধ হয়েছে ২২ বার। যা ভারতের তুলনায় অনেকটা কম।
পরিসংখ্যান বলছে, এই ৮৪ বারের মধ্যে স্রেফ জম্মু ও কাশ্মীরেই গতবছর ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল ৪৯ বার। এর মধ্যে ২০২২ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই টানা ১৬ বার উপত্যকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। আসলে ২০১৯ সালে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীরে নিয়মিত হারে ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। ২০২২ সালেও তাঁর ব্যতিক্রম হয়নি। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছোটখাট হিংসার ঘটনায় ইন্টারনেট বন্ধ আকছার ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। সেকারণেই বিশ্বে ইন্টারনেট বন্ধের নিরিখে ভারত ফের শীর্ষে।