বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার যেমন রাজ্য সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে, ডাব্লু বি সি এস পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)-২০২৩ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর:১/২০২৩।
দুই পর্যায়ে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে জুনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দার্জিলিং জেলার তপসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়াং সাব ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষাকেন্দ্রেই হবে। কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। তবে মেন পরীক্ষার সব প্রার্থীদের ক্ষেত্রেই কলকাতায় হবে। পার্সোনালিটি টেস্ট হবে কমিশনের অফিসে। ডব্লু বি সি এস পরীক্ষা ৪টি গ্রুপে বিন্যস্ত এ গ্রুপগুলি হলেও ‘এ’ ‘বি’ ‘সি’ এবং ‘ডি’। একজন প্রার্থী একটি আবেদনপত্রে চারটি গ্রুপের জন্যই দরখাস্ত করতে পারেন।
১-১-২০২৩ তারিখে ‘এ’ ও ‘সি’ গ্রুপের প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। ‘বি’ গ্রুপের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ৩৬ এর মধ্যে। ‘ডি’ গ্রুপের প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত তপসিলিরা ৫ এবং বি সি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীরা অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে এবং ৪৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। অন্যান্য রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে গণ্য করা হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিড কার্ড বা সমতুল্য।