সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। আর তারপর থেকেই বিপাকে গৌতম আদানির সংস্থা। এ নিয়ে কেন্দ্রকেও বারংবার নিশানা করছে কংগ্রেস। এবার যেমন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তুললেন, কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি? কংগ্রেস সভাপতির মতে, দেশ থেকে কোম্পানি রাজ দূর করতে তেরঙ্গার ছায়ায় দাঁড়িয়ে লড়াই করেছিল কংগ্রেস। ভারতে যেন কোনও কোম্পানি আধিপত্য বসাতে না পারে, তার জন্যও প্রাণপণে লড়াই করবে তাঁর দল।
প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্ষীয়ান নেতা হলেও কর্ণাটকের ভূমিপুত্র খাড়গের মাথায় ছাতা ধরা হয় না। ছত্তিশগড়ের সম্মেলনে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অন্য ব্যক্তির ভাগ্যে ছাতার ছায়া জুটেছিল। এরই পাল্টা দিয়ে টুইটে খাড়গে বলেন, ‘প্রধানমন্ত্রী, কার ছত্রছায়ায় থেকে আপনার পরম বন্ধু দেশের আকাশ-পাতাল সব লুট করে নিচ্ছে? আমরা তো তেরঙ্গার ছত্রছায়ায় দাঁড়িয়ে থাকা কংগ্রেসি, যারা কোম্পানি রাজের অবসান ঘটিয়ে স্বাধীনতা এনেছিল। দেশকে আবার কোম্পানি শাসনের অধীনে যেতে দেব না।’
