এবার সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। রবিবারই তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েই মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপ নেতা। জরুরি ভিত্তিতে এদিনই বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই দিল্লীর আবগারি দুর্নীতি মামলায় রবিবার সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। তারপর সোমবার তাঁকে দিল্লীর রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হলে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে দিল্লী আদালত সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেয়। দিল্লী আদালতের সেই রায়ের পরদিনই বড় পদক্ষেপ করলেন মণীশ সিসোদিয়া।
