ক্রমশ উদ্বেগ ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে। অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক দানা বাঁধছে আমজনতার মধ্যে। একটি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২৫ জনেরও বেশি শিশু। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে জরুরী বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই এ নিয়ে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্যদফতরকে। বৈঠকের পর জানা গিয়েছে, করোনা সতর্কীকরণের মতোই যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলিকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে স্বাস্থ্যদফতর। আগামী ৭ দিন পর্যবেক্ষণের পর সতর্কীকরণের কথা ভাববে রাজ্য সরকার। তবে কি সতর্কতা অবলম্বন করতে কি বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হবে? উঠেছিল প্রশ্ন। বৈঠকের পর যদিও জানা যাচ্ছে, শিশুদের স্কুল বন্ধের কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না আপাতত।
পাশাপাশি নবান্ন সূত্রে খবর, প্রকাশ্যে জনবহুল এলাকায় ঘোরা ফেরা, বিনোদন পার্কে ভিড় জমানো, সিনেমা হল ও শপিং মলে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতার কথা বলা হতে পারে। কিন্তু মুখে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ আগেই দেওয়া হয়েছে অভিভাবকদের। গত ২১শে ফেব্রুয়ারি স্বাস্থ্যদফতরের তরফে হাসপাতালগুলির কাছে একটি গাইডলাইন পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, জ্বর, সর্দি-কাশি নিয়ে যে সব বাচ্চা হাসপাতালে ভরতি হচ্ছে, তাদের একবার করোনা আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আক্রান্ত শিশু ও পরিবারকে মেনে চলতে হবে কোভিডবিধি। এদিন সেই গাইডলাইনে আরও কিছু পরিবর্তন ঘটানো হবে বলেই জানিয়েছে সূত্র।